নিজস্ব প্রতিবেদকঃ
সন্দেহভাজন রোগীদের কোয়ারেন্টাইনে রাখার জন্য নগরের দুটি আবাসিক হোটেলকে বেছে নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
গতকাল সোমবার (১৬ মার্চ) বিকেলে এ সিদ্ধান্তের কথা জানান চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বী মিয়া।
সিভিলি সার্জন বলেন, ‘এর আগে কোয়ারেন্টাইনের জন্য দুটি স্কুলকে প্রস্তুত করার কথা বলা হয়েছিলো।
স্কুল দুটি হলো- দক্ষিণ কাট্টলীর পি এইচ আমিন একাডেমি এবং চান্দগাঁওয়ের সিডিএ পাবলিক গার্লস স্কুল। কিন্তু বিদ্যালয়ে ভোট সেন্টারের সম্ভাবনা থাকায় এ সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।
এখন আমরা নগরের দুটি হোটেলকে কোয়ারেন্টাইনের জন্য ব্যবহারের চিন্তা ভাবনা করছি। হোটেল দুটি হলো- স্টেশন রোডের মোটেল সৈকত ও চকবাজার এলাকার স্টার পার্ক।’