তাহমিদ লিয়াম,
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আবারও জয়ে ফিরল গাজী গ্রুপ চট্টগ্রাম। শামসুর রহমানের বীরত্বে এদিন তারকাখচিত জেমকন খুলনাকে ৩ উইকেটে হারিয়েছে মোহাম্মদ মিথুনের দল।
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রানে থামে জেমকন খুলনার ইনিংস। শেষের দিকে নেমে শুভাগত হোমের ১৪ বলে ৩২* রানের টর্নেডো ইনিংসটিই মূলত সম্মানজনক সংগ্রহটি এনে দেয় রূপসী পাড়ের দলটিকে। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও জহুরুল ইসলাম করেন ২৬ রান।
এদিনও ব্যর্থ সাকিবের ব্যাট থেকে আসে ১৫ রান৷ চট্টগ্রামের পক্ষে ৩ উইকেট নেন পেসার শরিফুল ইসলাম মুস্তাফিজুর রহমান নেন ২ উইকেট।
জবাবে পুরো আসরজুড়েই ধারাবাহিক লিটন দাশ বিপদজনক হওয়ার আগেই সাকিবের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান মাত্র ৫ রান করে। এরপর সেই সাকিবকেই তুলোধুনো করেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটার মাহমুদুল হাসান জয়। তবে ২৪ রানের বেশী করতে পারেননি চাঁদপুরের এই ক্রিকেটার। অধিনায়ক মোহাম্মদ মিথুন করেন ২৩ রান।
শেষের দিকে জমে ওঠা ম্যাচটি একটা পর্যায়ে খুলনার দিকেই হেলে ছিল বেশী। কিন্তু ১৯ ও ২০তম ওভারে নাহিদুল ইসলাম ও শামসুর রহমানের তান্ডবে শেষমেশ জয় পায় সেই চট্টগ্রামই!
শেষ বলে দরকার ছিল ২ রান। আল-আমীন হোসাইনের শেষ বলটি শামসুর সোজা উড়িয়েই মারেন বাউন্ডারির ওপর দিয়ে। আর তাতেই ৩ উইকেটের জয় নিশ্চিত করে ফেলে গাজী গ্রুপ চট্টগ্রাম।
৩০ বলে ৪৫* রানের ইনিংসটি খেলার কারণে ম্যাচসেরার পুরুষ্কার পান সেই শামসুর রহমানই।
এই জয়ে ৬ ম্যাচের ৫টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষেই রইলো বন্দরনগরীর দলটি। পাশাপাশি ২ ম্যাচ বাকি থাকতেই প্লে-অফও নিশ্চিত করে ফেললো চট্টলার দলটি৷
নিজেদের ৭ম ম্যাচে ১০ তারিখ ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে গাজী গ্রুপ চট্টগ্রাম।