বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিথুন

আপডেট:

তাহমিদ লিয়াম,
আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামকে নেতৃত্ব দিবেন মোহাম্মদ মিথুন।

এর আগে জাতীয় লিগে খুলনা ও সিলেট বিভাগকে কিংবা ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী ও গাজী ট্যাংকের মতো দলের অধিনায়কত্ব করার রেকর্ড আছে এই ডানহাতি উইকেটকিপার ব্যাটসম্যানের। এ প্রসঙ্গে সারাবাংলা ডট নেটকে তিনি বলেন,

বিজ্ঞাপন

“সত্যি বলতে টুর্নামেন্ট খেলার প্রধান উদ্দেশ্যই শিরোপা জেতা। প্রথমত প্লে অফে জায়গা করে নেওয়াটা গুরুত্বপূর্ণ। আমাদের দলটি বেশ ভারসাম্যপূর্ণ তাই শিরোপাই আমাদের মূল লক্ষ্য।”

মিডেল অর্ডার উইকেটকিপার ব্যাটসম্যান মিথুনের অধিনায়কত্বে শিরোপা জিততে দারুণ আশাবাদী হেড কোচ মোহাম্মদ সালাউদ্দীন মিথুনকে অধিনায়ক করার পেছনে চারটি কারণ দেখিয়েছেন। তিনি বলেন,

বিজ্ঞাপন

“প্রথমত, তিনি নেতৃত্বে অভিজ্ঞ, দ্বিতীয়ত, তিনি ভীষণ ঠান্ডা মাথার তৃতীয়ত, তিনি একজন পারফর্মার এবং চতুর্থত, তিনি খেলাটাও ভালো বোঝেন।”

আগামী ২৬ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক বেক্সিমকো ঢাকার বিপক্ষে মাঠে নামবে মুস্তাফিজুর রহমান, লিটন দাশ, সৌম্য সরকার, মমিনুল হক, মোসাদ্দেক হোসাইন, জিয়াউর রহমান, শামসুর রহমান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও রাকিবুল হাসানদের নিয়ে গড়া চট্টলার ফ্র‍্যাঞ্চাইজিটি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত