আব্দুল করিম, চট্টগ্রামঃ
বন্দর নগরী চট্টগ্রামেই তৈরি হচ্ছে মরণ নেশা ইয়াবা। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা কারিগরদের সহায়তায় নগরী ও জেলার কমপক্ষে ৫টি কারখানায় তৈরি হচ্ছে ইয়াবা। এসব কারখানা স্থাপনের নেপথ্যে রয়েছে প্রভাবশালী মহল। যাদের মধ্যে রাজনৈতিক দলের নেতা, প্রশাসনের কিছু অসাধু সদস্য এবং মাঝারি সারির কয়েকজন ব্যবসায়ী যুক্ত রয়েছেন।
সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থার দেওয়া প্রতিবেদনে ভয়াবহ এ তথ্য উঠে এসেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশে ইয়াবা প্রবেশের ট্রানজিট পয়েন্ট কক্সবাজার সীমান্ত এলাকায় কড়াকড়ি এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির পর থেকেই চট্টগ্রামে ইয়াবা তৈরির কারখানা গড়ার উদ্যোগ নেয় মাদক ব্যবসায়ীরা।
চট্টগ্রামে ইয়াবা কারখানা তৈরির নেপথ্যে রয়েছেন কয়েকজন প্রভাবশালী রাজনীতিক, পুলিশের কিছু কর্মকর্তা এবং চট্টগ্রামের মাঝারি সারির কয়েকজন ব্যবসায়ী। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন চট্টগ্রাম ও কক্সবাজারের কয়েকজন ইয়াবা ডন। এসব পেশার মানুষকে নিয়ে কয়েকটি ইয়াবা সিন্ডিকেট সক্রিয় রয়েছে চট্টগ্রাম নগরী ও জেলায়। এ সিন্ডিকেটের সদস্যরা মিয়ানমার সেনাব…