সোমবার, আগস্ট ১৮, ২০২৫

চকরিয়ায় কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট:

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক,
কক্সবাজার জেলার চকরিয়া উত্তর হারবাং আজিজনগর খাদ্য গোদাম এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় আবু সিদ্দিক মানিক (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। সে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি আদর্শগ্রাম এলাকার আবুল কাশেমের ছেলে।

শনিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী আবু সিদ্দিক মানিক একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। নাইক্ষ্যংছড়ি থেকে মোটরসাইকেল নিয়ে কর্মস্থল চন্দনাইশে যাওয়ার পথে কক্সবাজারমুখি দ্রুতগামী কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন মানিক। ঘটনার পর কাভার্ডভ্যানটি পালিয়ে যায়।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।নিহত মানিক দুই সন্তানের জনক বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত