বোয়ালখালী প্রতিনিধি:
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে প্রথম দিকে বোয়ালখালী থানায় যোগদান করার পর থেকে বিভিন্নভাবে প্রশংসা খুঁড়িয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোহাম্মদ আবদুল করিম।
তেমনি বুধবার (২০ মে) সকাল ১২ টার দিকে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজের মাঠে পুলিশ সুপার এস এম রশিদুল হক পিপিএম এর ব্যক্তিগত উদ্যোগে ও নির্দেশনায় বোয়ালখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে উপহার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, বোয়ালখালী থানার এস আই তাজ উদ্দিন প্রমুখ।
এসময় ভারপ্রাপ্ত কর্মকতা আবদুল করিম বলেন, করোনা পরিস্থিতি দিন দিন ব্যাপক আকার ধারণ করছে বাংলাদেশে। এই পরিস্থিতি মোকাবেলায় সচেতনতায় একমাত্র বাঁচার উপায়। আপনারা পুলিশের একটি অংশ। তাই আমাদের এসপি এস.এম রশিদুল হক স্যারের নির্দেশক্রমে এই সামান্য উপহারটুকু আপনাদের দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সাথে সাথে একটা কথা না বললেই নয় যে, এসপি স্যারের নির্দেশ মাদক নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা। সেই সাথে আপনারা গ্রামপুলিশদের থেকে বেশি জানার কথা এলাকায় কে সন্ত্রাসী, কে ডাকাত বা চোর। এদের চিহ্নিত করে আমাদের তথ্য দেন। আমি ওসি সর্বদা আপনাদের সহযোগীতা করতে সার্বক্ষণিক প্রস্তুত। নিজে সচেতন হোন পরিবারকে সচেতন করে করোনা ভাইরাস থেকে নিজে এবং পরিবারকে রক্ষা করুন।