বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

গাছ হারানো সেই নারীর পাশে ‘সম্মিলিত ছাদবাগান পরিবার’

আপডেট:

সাভারের সিআরপি রোডের সেই নারীর গাছ কাটার ভয়াবহ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। এবার সেই গাছ হারানো নারীর পাশে দাঁড়াবে সম্মিলিত ছাদবাগান পরিবার।

মঙ্গলবার (২২ অক্টোবর) ছাদে যেখানে একটি পরিবারের প্রয়োজনীয় ও সখের বাগানকে খুব বাজেভাবে ধ্বংস করতে দেখা গেছে। সম্মিলিত ছাদবাগান পরিবার ও এই ঘটনায় উদ্বিগ্ন, ব্যথিত, বিচলিত ও উৎকণ্ঠিত।

বিজ্ঞাপন

সম্মিলিত ছাদ বাগান পরিবারের মোতালেব মাশরেকি বলেন, সংবাদটি নজরে এসেছে। আমরা বুধবার (২৩ অক্টোবর) বিকেলে সাভারে যাব। ভিকটিম ওই নারীর পাশে দাঁড়াব। প্রয়োজনে থানাতেও যাব।

আমরা চাই বাংলাদেশের কোথাও যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। তাই বিকেল ৪টায় আমরা ‘সম্মিলিত ছাদবাগান পরিবার’-এর পক্ষ থেকে সাভার যাচ্ছি ভিকটিমের পাশে দাঁড়াতে। যারাই এ জঘন্য প্রতিবাদ করতে চান তারা চাইলে সাভার সিআরপি মোড়ে, (সিআরপি গেটে) আমাদের সঙ্গে মিলিত হতে পারেন। সবাইকে স্বাগত। আমরা সবাই মিলে ভিকটিমের পাশে দাঁড়াব, ছাদ বাগান রক্ষার্থে এবং এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করব।

বিজ্ঞাপন

©সময় সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত