মুহাম্মদ জুয়েল,
চলছে করোনার দ্বিতীয় ঢেউ। করোনা ভাইরাসের এ দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে সরকার নিচ্ছে বিভিন্ন পদক্ষেপ। দেশের করোনায় মৃত্যু হয়েছে প্রায় ৬৯৬৭ জন। আর এই করোনা ভাইরাসের ছোবল থেকে বাঁচাতে দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হচ্ছে দোয়া মাহফিল। তেমনি বোয়ালখালীতে গাউছিয়া কমিটি বাংলাদেশ উপজেলা ও পৌরসভার যৌথ ব্যবস্থাপনায় আয়োজন করা হয় বিশেষ দোয়া মাহফিল।
১০ডিসেম্বর বৃহস্পতিবার সকাল বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠে খতমে কোরআন, খতমে বুখারী, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল (দঃ), খতমে গাউছিয়া ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে গাউছিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা শাখা সভাপতি নুরুল ইসলাম চৌধুরী মুন্সির সভাপতিত্বে ও সৈয়দ মুহাম্মদ ফখরুদ্দিন ও মাওলামা মহিউদ্দীন আলক্বাদেরীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান পিয়ার মুহাম্মদ কমিশনার, বিশেষ অতিথি ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী, মাওলানা আবুল আসাদ জুবাইর রজবী, ভাইস চেয়ারম্যান এস. এম সেলিম, আলহাজ্ব আবদুস সাত্তার চৌধুরী, মাওলানা ওবাইদুল হক হক্কানী, অধ্যাপক আবুল মনছুর দৌলতি, আলহাজ্ব শেখ সালাহ উদ্দীন, মমতাজুল ইসলাম, চেয়ারম্যান এস.এম. জসিম উদ্দীন, আলহাজ্ব শফিউল আজম শেফু, আলহাজ্ব আবদুন্নবী, রফিক আহমদ মাষ্টার, শাহী এমরান ক্বাদেরী, সাংবাদিক সেকান্দর আলম বাবর, ইয়াছিন চৌধুরী, সাদেকুর রহমান সবুজ সহ আরো অনেকে।
পরিশেষে মাওলানা আবুল আসাদ জুবাইর রজবী দেশবাসীর করোনা মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।