বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

গর্ভবতী নারী হাসপাতালে গেল ওসির গাড়িতে

আপডেট:

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রামঃ
করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে বন্ধ রয়েছে গণপরিবহন ও রাস্তায় অন্যন্য গাড়িও নেই বললেই চলে। অসুস্থ হয়ে পড়া গর্ভবতী এক নারীর মা নিরুপায় হয়ে কল দিয়েছেন বাকলিয়া থানার হট নাম্বারে,সে মা জানান তার মেয়ে সম্ভাবা, গাড়ি নাই। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গাড়ি হাজির তার বাসার দৌড়গৌড়ায়, গাড়িতে করে পৌছিয়ে দেওয়া হয় হাসাপাতালে নেওয়া হয় ওই গর্ভবতী নারীকে। রোববার (২৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বাকলিয়া থানা এলাকায় এ ঘটনা ঘটে।

থানা সূত্র জানায়, রাত ১১টা ১০ মিনিটের দিকে বাকলিয়া থানাধীন সৈয়দশাহ রোডের রসূলবাগ আবাসিক এলাকা থেকে থানার ডিউটি অফিসারের নাম্বার কল করেন হোসনে আরা নামে এক নারী। থানায় কল করে ওই নারী তার গর্ভবতী মেয়েকে হাসপাতালে নিতে পুলিশের সহায়তা চান।

বিজ্ঞাপন

থানার গাড়ি বিভিন্ন এলাকায় টহল ডিউটিতে থাকায় ওসির গাড়ি পাঠানো হয় ওই নারীকে সহায়তায়। ওসির গাড়িতে করেই ওই নারীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছে দেয় বাকলিয়া থানা পুলিশ।

বাকলিয়া থানার ওসি মো. নেজাম উদ্দিন বলেন, রসুলবাগআবাসিক এলাকা থেকে এক নারী ফোন করে তার অসুস্থ মেয়েকে হাসপাতালে নিতে পুলিশের সহায়তা চেয়েছিলেন।তাৎক্ষণিক থানার গাড়ি না থাকায় আমার গাড়িতে ওই নারীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছে
দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে প্রশংসায় ভাসছে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত