মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা কয়লা বিদ্যুৎ কেন্দ্রে ১৭ এপ্রিল (শনিবার) শ্রমিকদের নৈতিক অধিকার আদায়ের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে পুলিশ গুলিতে প্রাণ গেলো ৫ নিরীহ শ্রমিকের, ওই দিন পুলিশের গুলিতে নিহত মাহমুদ রেজার পরিবারকে নগদ এক লক্ষ পঁচিশ হাজার টাকা অর্থসহায়তা দিয়েছে জামায়াত নেতারা।
২০ এপ্রিল (মঙ্গলবার) সকাল দশটায় শহীদ হাফেজ মাহমুদ রেজার শোকাহত পরিবারকে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান এর পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন জামায়াত নেতৃবৃন্দ।
আমীরে জামায়াত এর পক্ষ হতে শহীদ মাহমুদের কবর জেয়ারত শেষে তাঁহার পরিবারের সাথে সাক্ষাৎ করেন জেলা আমীর জনাব জাফর ছাদেক, জেলা সহঃসেক্রেটারী জনাব মুহাম্মদ জাকারীয়া,উপজেলা সেক্রেটারী ও ৯ নং গণ্ডামারা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আরিফ উল্লাহ, সাংগঠনিক সেক্রেটারী মোখতার হোসাইন সিকদার, উপজেলা কর্ম পরিষদ সদস্য মরতুজা আলী, সাবেক গণ্ডামারা ইউপি সদস্য মুহাম্মদ ফারহাদ, মুহাম্মদ উল্লাহ, জনাব মোদ্দাচ্ছীর, মুহাম্মদ হারুন , মুহাম্মদ ফারুক প্রমূখ ৷
এসময় শহীদ পরিবারকে আমিরে জামায়াতের পক্ষ হতে নগদ ১,২৫,০০০/- টাকা সহায়তা প্রদান করা হয় ৷