মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারকে বাঁশখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আজিজুল হক এর পক্ষ টিন বিতরণ করা হয়।
৩১ জানুয়ারী ২১ ইং-রোজ(রবিবার) বিকেলে উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পাতালারো বাড়ীতে গত ২৩ জানুয়ারী ২১ ইং- শনিবার দুপুরে হঠাৎ আকষ্মিক ভাবে অগ্নিকাণ্ড সংঘটিত হয়ে ১৫ বসতঘর পুঁড়ে সর্বস্ব হারিয়ে যাওয়া নিঃস্ব,হতদরিদ্র ও অসহায় পরিবারের সদস্যদের মধ্যে এই টিন সহায়তা প্রদান করা হয়।
এব্যাপারে এডভোকেট আজিজুল হক বলেন, বাঁশখালীতে ইদানিং বেশ কিছু অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে, বিশেষ করে আমাদের গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনার ৯নং
ওয়ার্ডের চকরিয়াখালী জেলে পাড়ায় অগ্নিকাণ্ড সংঘটিত হয়ে ২৬ টি পরিবারের আসবাবপত্র ও মালামাল সহ আগুনে পুড়ে ছাই হয়ে যায়, তার পর গত ২৩ জানুয়ারী দিনদুপুরে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে ৯ নং ওয়ার্ডের চকরিয়াখালী পাতালারো বাড়ীর ১৫ বসতঘর ভস্মিভূত হয়ে পরিবারের সদস্যরা সর্বস্ব হারিয়ে ফেলেছে, গত ২৮ জানুয়ারী, বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এতেও ৩টি বসতঘরের আসবাবপত্র সহ সমস্ত মালামাল সহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, এবং আরো ৩টি পরিবারের বসতঘরের অনেকাংশ ভস্মিভূত হয়েছে।
উল্লেখিত ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের বসতঘর সহ সমস্ত মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে তাঁদের সকল প্রকার সহায়সম্বল হারিয়ে যাওয়ার দরুণ এই কনকনে শীতের মধ্যে ছোট শিশুসহ পরিবারের সদস্যরা বর্তমানে মানবেতর জীবনযাপন করছে।
তিনি আরো বলেন, আমার ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই তাদেরকে দেখতে গিয়েছি, এবং পরিদর্শনকালে প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবারকে তৎক্ষণাৎ আমার ব্যক্তিগত ফান্ড থেকে সামান্য সামান্য নগদ অর্থ সহায়তা প্রদান করে তাদের পাশে দাঁড়িয়েছি। দৈনিক সকালের সময় প্রতিনিধিকে এডভোকেট আজিজুল বলেন, ৩১ জানুয়ারী(রবিবার) বিকেলে ৯ নং ওয়ার্ডের পাতালারো বাড়ীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারকে আমার ব্যক্তিগত ফান্ড থেকে পরিবার প্রতি এক বান করে টিন প্রদান করেছি, বর্তমানে আমার”মা” খুবই অসুস্থ তাই টিন বিতরণের সময় আমি উপস্থিত থাকতে পারিনি, কারণ আমি আমার মায়ের চিকিৎসা সেবা নিয়ে ব্যস্ত তাই যেতে পারিনি।
ওই টিন গুলো ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে বিতরণের জন্যে আমার পক্ষ থেকে আমার দলের কয়েকজন নেতাকর্মীদের পাঠিয়েছি, তাঁরা আমার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে প্রতিপরিবাকে এক বান করে প্রত্যেক পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছেন বলেও এডভোকেট আজিজ।
টিন সহায়তা পাওয়া ক্ষতিগ্রস্থরা হলেন, ছৈয়দুর রহমান কালু, সালাউদ্দীন, নজরুল ইসলাম, কামরুল ইসলাম, হাবিবুর রহমান, মোজাম্মেল মাঝি, মোহাম্মদ টিটু, ওয়াহিদুল্লাহ, সাহাব উদ্দীন, বিলকিছ বেগম, আবদুল্লাহ, মো. সেলিম, আসহাব উদ্দীন, আতিকুর রহমানের পরিবার।