মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
ফটিকছড়ি ২নং দাতঁমারা ইউপি’র হাসনাবাদ খোশালপাড়া একতা সংঘ কর্তৃক আয়োজিত মুজিববর্ষ গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৪ নভেম্বর) বিকালে পশ্চিম হাসনাবাদ শিক্ষা কমপ্লেক্স মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সিংহরিয়া খেলোয়াড় সমিতি বড় বেতুয়া ইয়ংস্টার সোসাইটি কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
দাঁতমারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মু. জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব। খেলা উদ্ধোধন করেন মির্জারহাট বাজার বনিক কল্যান সমিতির সভাপতি, মু.শওকত আকবর।
এতে বিশেষ অতিথি ছিলেন, মুহাম্মদ ইদ্রিস, জয়নাল আবেদীন, মীর মোরশেদ, মু.সেলিম জাহাঙ্গীর টিপু, মু.বাবর, আক্কাস আলী, এডভোকেট মিহির কুমার দে, মোঃ আনসারুল্লাহ, সাংবাদিক আবু মনসুর, মু. হোসাইন, ইউপি সদস্য-তৌহিদুল আলম, মহিলা সভানেত্রী রেহেনা বেগম, নাজিম উদ্দিন প্রমুখ।