ইমতিয়াজ চৌধুরী,
বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে আজ (শুক্রবার) শের-ই বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুরে মাঠে নামে দুই শক্তিশালী দল রাজশাহী রয়েলস ও খুলনা টাইগার্স। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মুশফিকদের হারিয়ে শিরোপা ঘরে তোলেছে আন্দ্রে রাসেলের দল।
ফাইনালে টসে হেরে আগে ব্যাটিং করা রাজশাহী উড়ন্ত সূচনা না পেলেও তরুণ ব্যাটসম্যান ইরফান শুক্কুরের ব্যাটে এগোতে থাকে। ৩৫ বলে ৫২ রান করা ইরফানের পর রাসেল-নওয়াজ ঝড়ে ইনিংস শেষ করে তারা। ততক্ষনে ৪ উইকেট খুলনার সামনে ১৭১ রানের চ্যালেঞ্জ দাড় করায় রাজশাহী। রাসেল ২৭ এবং মুহাম্মদ নওয়াজ করেন ২০ বলে অপরাজিত ৪১ রান। এছাড়াও ওপেনার লিটন দাসের ব্যাট থেকে আসে ২৫ রান।
৩৫ রান খরচায় ২ উইকেট নিয়ে খুলনার সেরা বোলার মুহাম্মদ আমির। একটি করে উইকেট শিকার করেন রবি ফ্রাইলিংক এবং শহীদুল ইসলাম।
জবাবে দিতে নেমে শুরুতেই দুই ওপেনারের উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় খুলনা। দলীয় ১১ রানের মধ্যেই প্যাভিলিয়নের পথ ধরেন মিরাজ এবং শান্ত। এরপর রাইলি রুশোর সাথে শামসুর রহমানের ৭৪ রানের অবিচ্ছিন্ন জুটি আশার আলো দেখালেও শেষ পর্যন্ত তীরে এসে তরী ডুবালো মুশফিকরা। ৩৭ রানে রুশোর বিদায়ের পর ফিফটি (৫২) করে আউট হন শামসুরও।
দলের শেষ ভরশা অধিনায়ক মুশফিক এনে দিতে পারেননি কাঙ্কিত শিরোপা। রাসেলের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরতে হয় ২১ রান করা মিঃ ডিপেন্ডেবলকে। ব্যর্থ হয়েছেন ১২ রান করা রবি ফ্রাইলিংকও।
এদিকে রাজশাহীর বোলারদের মধ্যে সমান দুইটি করে উইকেট শিকার করেছেন মুহাম্মদ ইরফান, কামরুল ইসলাম এবং অধিনায়ক আন্দ্রে রাসেল। এছাড়াও একটি করে উইকেট পেয়েছেন আবু জায়েদ এবং মুহাম্মদ নওয়াজ। এরই সাথে খুলনার ইনিংস থামে ১৪৯ রানে।
প্রথমবারের মতো বিপিএল শিরোপার স্বাদ পেয়ে যায় পদ্মা পাড়ের দল রাজশাহী। কোচ রাজীন সালেহ এর অধীনে ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের নেতৃত্ব শিরোপা ঘরে তোলে তারা।
ব্যাট হাতে ২৭ রান এবং বল হাতে দুই উইকেট নিয়ে ‘প্লেয়ার অব দ্যা ফাইনাল ম্যাচ’ আন্দ্রে রাসেল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে রাজশাহী অধিনায়কের হাতে। ২৫৪ রানের পাশাপাশি ১৪টি উইকেট রয়েছে তার।