নাঈম আহমেদ কপিল,
আজ সোমবার বিকালে উপজেলার বাঁশবাড়িয়া ও সোনাইছড়ি ইউনিয়নের ঘরে থাকা অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম-৪ আংশিক আকবরশাহ,পাহাড়তলী ও সীতাকুণ্ডের সংসদসদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি। তিনি জানান সরকার করোনা ভাইরাস সংক্রমন নিয়ন্ত্রনে করতে সারাদেশে লকডাউন সহ নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। একই সাথে দেশের বিভিন্ন ইউপি চেয়ারমানের মাধ্যমে ঘরে থাকা অসহায়দের মাঝে চাল বিতরণ করে যাচ্ছে ,
একইভাবে সমাজের বিত্তশালীরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে স্ব স্ব উদ্দ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। গত দুই দিন আগে আমাদের পারিবারিক প্রতিষ্ঠান মোস্তফা হাকিম ফাউন্ডেশন থেকে উপজেলা প্রশাসনকে ঘরে থাকা অসহায় মানুষসের মধ্যে বিতরণ করার জন্য ৫শত প্যাকেট খাদ্য সামগ্রী দিয়েছি। আমি আজ দুই ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরন করছি এবং এটি ধারাবাহিকভাবে আমার সংসদীয় আসনের সকল ইউনিয়ন ও ওয়ার্ডে অব্যহত থাকবে।খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বাঁশবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর ও সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মো.মনির আহামেদ।