বুধবার, আগস্ট ১৩, ২০২৫

কুমিল্লায় বিকাশ প্রতারক চক্রের এক সদস্য আটক!

আপডেট:

কুমিল্লা প্রতিনিধি,
বিকাশের মাধ্যমে প্রতারনা করে টাকা হাতিয়ে নেয়া চক্রের এক সদস্যকে প্রতারনা করার সময় হাতেনাতে আটক করা হয়েছে।গতকাল রবিবার রাতে নগরীর বাগিচাগাও জেলা পরিষদ মার্কেটের কাজী স্টোর নামের বিকাশ দোকান থেকে হাতিয়ে নেয়ার সময় জেলা পরিষদ মার্কেটের ব্যবসায়ীরা অনেক কৌশলে অবলম্বন করে তাকে আটক করে।

আটকের পর স্থানীয়দের জিজ্ঞাসাবাদে প্রতারক জানায়,সে অনার্স পাশ করে এ প্রতারনা পেশায় নেমেছে এবং ৩ মাস যাবৎ এই প্রতারনা করছে।

বিজ্ঞাপন

আটককৃত প্রতারক ঝিনাইদহ সদর উপজেলার পৌর এলাকার পবাহাটি গ্রামের কাজী সাজ্জাদের ছেলে কাজী পরাগ।আটককৃত প্রতারক নগরীর চকবাজর এলাকায় ভাড়া বাসায় থাকতো।

সে প্রতিদিন কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির বিকাশ নাম্বার সংগ্রহ করে প্রতারক চক্রের হোতা মাগুরার রুবেল ও ফরিদপুরের হাবিবের কাছে পাঠাত।নাম্বার পাওয়ার পর রুবেল এবং হাবিব এই সংগ্রহকৃত বিকাশ নাম্বার গুলো থেকে হ্যাক করে অর্থ হাতিয়ে নিতোএই চক্রটি গত ২ দিনে ৩ জনের কাচ থেকে ১লক্ষ ৭০ হাজার টাকা হাতিয়ে নয় ।বিনিময়ে তাকে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার করে টাকা দিত।

বিজ্ঞাপন

স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে নিয়ে যায়।।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত