বুধবার, আগস্ট ১৩, ২০২৫

কুমিল্লায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু!

আপডেট:

কুমিল্লা প্রতিনিধি,
কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর গ্রামে পানিতে ডুবে মো. সিয়াম (৬) ও নিরব হোসেন (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৩০ মে) বিকেল ৩টার দিকে পুকুর থেকে তাদের ভাসমান লাশ উদ্ধার করে কুটুম্বপুর মদিনা মেডিকেলে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মৃত দুই শিশু একই উপজেলার কুটুম্বপুর গ্রামের মনির হোসেন ও নাওতলা গ্রামের মৃত নুরে আলমের ছেলে। তারা সম্পর্কে আপন খালাতো ভাই।স্থানীয়রা জানায়, মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুরে খালাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে সিয়াম ও নিরব গোসল করতে নামে।

একপর্যায়ে তারা পানিতে ডুবে ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুটুম্বপুর মদিনা মেডিকেলে নেয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মাধাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অহিদ উল্লাহ সরকার বলেন, দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু খুবই দুঃখজনক। শিশু দুটি খেলতে গিয়ে পানিতে পড়ে যায়।চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নূরুল বাশার জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি শুনেছি। বিষয়টি নিশ্চিত হয়ে পরবর্তী প্রক্রিয়া গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত