কুমিল্লা প্রতিনিধি,
কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনায় ও উপসর্গ নিয়ে আরও ছয় জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে একজন এবং আইসিইউতে পাঁচ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার (২৫ জুলাই) সকালে কুমেক হাসপাতালের পরিচালক ডা. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
কুমেক হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালটিতে মৃত্যুবরণ করা ছয় জনের মধ্যে তিন জনের করোনা পজিটিভ ছিল। তারা হলেন, চাঁদপুর জেলার কালিপাড়া এলাকার জামালের ছেলে নজরুল (৬০), কুমিল্লা সদর উপজেলার খেতাশার এলাকার মৃত আবদুল কাদের ভূঁইয়ার মেয়ে রোজিনা বেগম (৮০) এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলার বলাই চন্দ্রের ছেলে কৃষ্ণ চন্দ্র (৪৫)।
এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ইদ্রিস মিয়ার ছেলে আবুল বাশার (৭০), কুমিল্লার লাকসাম উপজেলার মৃত গোলাম কাদেরের ছেলে আতর আলী (৮৫) এবং কুমিল্লা মনোহরগঞ্জ নাথেরপেঠুয়া এলাকার মীর হোসেন (৫৫)।
উল্লেখ্য, এ পর্যন্ত কুমিল্লা মেডিক্যালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৬১ জন।
অন্যদিকে, জেলা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, কুমিল্লা জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ১০৮ জন, সুস্থ হয়েছেন তিন হাজার ৯৬ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩১ জন।