বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

কারখানার বর্জ্য ফেলা হচ্ছে খালে, জরিমানা!

আপডেট:

মোহাম্মদ রাকিবুল ইসলাম চৌধুরী,
কারখানার বর্জ্য খালে ফেলে পরিবেশদূষণের দায়ে চট্টগ্রাম নগরের ষোলশহর বিসিক শিল্প এলাকার একটি কারখানাকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার বিসিক শিল্প এলাকার সাফড্রেস নামের একটি কারখানাকে এই জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক হিল্লোল বিশ্বাস অধিদপ্তরে শুনানি শেষে এ জরিমানা করেন। এ সময় প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

২৯ জুন পরিবেশ অধিদপ্তরের একটি দল প্রতিষ্ঠানটি পরিদর্শন করে। এ সময় তাদের বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) বন্ধ পাওয়া যায়। তরল বর্জ্য খালে ফেলা হচ্ছিল। এ ছাড়া ইটিপি অকার্যকর রেখে পরিবেশ ছাড়পত্র নবায়ন করা হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত