মাহফুজ আলম, কাপ্তাই:
কাপ্তাই পানি বিদ্যাুৎ কেন্দ্রের চতুর্থ ও পঞ্চম ইউনিটের সম্মুখে কাপ্তাই হ্রদে ভাসমান রত অবস্থায় পরিচয় বিহীন আনুমানিক ৩০ বছর বয়সী মৃত এক যুবকের লাশ পাওয়া গেছে।
২১ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে কাপ্তাই ফাঁড়ির টহল পুলিশ ঘটনা স্থলে পৌঁছে লাশটি হ্রদ থেকে উদ্ধার করে। আইনানুগ পুলিশি কার্য ক্রমশ শেষে বেওয়ারিশ লাশটি কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফের নিজ অর্থায়নে কাপ্তাই লকগেইট করবষ্হানে সমায়ীত ( কবরস্থ) করেন।
বিষয়টি নিশ্চিত করনে কাপ্তাই ফাঁড়ির আইসি আতাউল হক চৌধুরী। তিনি আরো বলেন স্হায়ী ভাষ্যমতে মৃত ব্যা ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন ছিলেন।