শনিবার, আগস্ট ১৬, ২০২৫

কাপ্তাই চিৎমরমে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

আপডেট:

মাহফুজ আলম, কাপ্তাই:
করোনা উপসর্গ নিয়ে কাপ্তাই উপজেলার ৩ং চিৎমরম ইউনিয়নে এক বাক্তির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে, মৃত ব্যাক্তির নাম অংসুইউ মারমা (৫৫), তার গ্রামের বাড়ি চিৎমরম বামনি বটতলী পাড়া এলাকা নামক স্থানে।

মৃত অংসুইউ মারমা চট্টগ্রাম পকৌশল ( চুয়েট) ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টেকনিক্যাল টেকনিশিয়ান পদে চাকুরী করতেন।

বিজ্ঞাপন

তথ্যে জানা যায় ৩ জুলাই শুক্রবার আনুমানিক রাত আড়াইটার সময় নিজ বাড়িতে মারা গেছেন। জানা যায় মৃত্যুর পুর্ব মুহুর্তে ওই ব্যাক্তির জ্বর, হাঁছি – কাশি রোগে আক্রান্ত ছিলেন। বিষয়টি জেলা পরিষদের সদস্য থোয়াই ছিং মং, কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী ও রাইখালী – চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ ব্যাপারে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আরএমও ডা ওপর ফারুক – রনি এ প্রতিনিধিকে জানিয়েছেন অংসুইউ মারমা নামের ব্যাক্তিটি মৃত্যুর আগ – মুহুর্ত পর্যন্ত কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা নিতে আসেনি এবং করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনাও দেননি। যার ফলে ওই ব্যাক্তির মৃত্যুর সংবাদ পেতে আনুমানিক ৪ থেকে ৫ ঘন্টা সময় বিলম্বিত হওয়ায় মৃত ব্যাক্তির কভিড – ১৯, নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত