বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

কাপ্তাই ওয়াগ্গায় অস্ত্রধারীদের গুলিতে জেএসএসের সাবেক সদস্য নিহত

আপডেট:

মাহফুজ আলম, কাপ্তাই:
কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে অস্ত্রধারীদের উপর্যপুরি গুলিতে জনসংহতি সমিতির (জে এস এস)র সাবেক সদস্য পদ্ম কুমার চাকমা(৫০) নিহত।

স্হানীয়দের ভাষ্য মতে ঘটনাটি ঘটেছে ৮ জুন সোমবার সকাল আনুমানিক সাড়ে ৯টার সময় নতুন চন্দ্র তংচঙ্যার চা- মুদির দোকানে, মৃত ব্যাক্তি পদ্ম কুমারের পিতার নাম সৌরেজ চন্দ্র চাকমা, দেশের বাড়ি রাঙামাটি উদন্দী আদাম, ভেদভেদী রাঙামাটি সদর এলাকায়, মৃত পদ্ম কুমার চাকমা জে, এস, এসের সাবেক সদস্য ছিলেন বলে পরিবারের স্বীকার উক্তি মতে জানা যায়।

বিজ্ঞাপন

কাপ্তাই থানা পুলিশ সংবাদ পেয়ে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীনের নেতৃত্বে ঘটনার স্হল থেকে ওসি তদন্ত আতিকুল ইসলাম ও এস আই শফিকুল ইসলাম সুরত হাল গ্রহন পুর্বক লাশ উদ্ধার করে দুপুর আড়াইটার সময় ময়নাতদন্তের জন্য রাঙামাটি মর্গে লাশটি প্রেরন করেছেন।
এ ব্যাপারে ওসি নাসির উদ্দীন এ প্রতিনিধিকে বলেন মৃত ব্যাক্তির স্ত্রী রুপা চাকমা কাপ্তাই থানায় এসেছেন হত্যা মামলা হওয়ার প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত