ইসমাঈল হোসেনঃ
সেমাই ৩ প্যাকেট, নুডলুস বড় ১ প্যাকেট, চিনি ১ কেজি, গুড়া দুধের প্যাকেট ১ টি, কিসমিস আর বাদাম- সবকিছু বাজার হতে কিনলে দাম পড়ে ৪০০ টাকার মতো। কিন্ত এ পণ্য গুলো মাত্র ১ টাকার বিনিময়ে অসহায় ও দরিদ্র জনগন কিনতে পারছেন। ব্যতিক্রমি ” ১ টাকার হ্যাপিনেস ফর ঈদ” এই বাজারের আয়োজন করেন সামাজিক সংগঠন কাপ্তাই স্বপ্নচূড়া ফাউন্ডেশন।
মঙ্গলবার (১১ মে) সকাল ১০. ৩০ টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই ব্যতিক্রমি আয়োজনের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
এ সময় কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, স্বপ্নচুড়া ফাউন্ডেশন এর সভাপতি সোহেল আরাফাত, সদস্য, গোলাম মোস্তফা, মোঃ রফিক,পারভেজ, সাদিয়া, মোঃ আলী আজম সহ সংগঠনের সদস্যরা উপস্হিত ছিলেন।
স্বপ্নচুড়া ফাউন্ডেশন এর সভাপতি সোহেল আরাফাত জানান, তাদের এই আয়োজনে ২৬ জন অসহায় ও দরিদ্র পরিবার ১ টাকার বিনিময়ে এই পণ্য গুলো ক্রয় করেন।
এইসময় এই সহায়তা নিতে আসা দরিদ্র পরিবারগুলো স্বপ্নচুড়া ফাউন্ডেশন কতৃপক্ষকে কৃতজ্ঞতা জানান।