শনিবার, আগস্ট ১৬, ২০২৫

কাপ্তাইয়ে বাড়ছে করোনা পজিটিভ রোগীর সংখ্যা, মোট আক্রান্ত ২৭ জন

আপডেট:

মাহফুজ আলম, কাপ্তাই:
কাপ্তাই উপজেলায় বাড়ছে করোনা সংক্রমণ আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে। এর মধ্যে নতুন করে কাপ্তাই হাসপাতাল কর্তৃপক্ষ ১১ জুন ১৬ জনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয় তা গত ১৬ই জুন চট্টগ্রাম থেকে রাতে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে রিপোর্ট আসে নতুন করে আরো ৫ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে।

উল্লেখ্য একই ভাবে মে মাসের শেষে প্রথম ধাপে ১৪ জনের প্রজেটিভ, দ্বিতীয় পর্বে – ৮ জন, ও তৃতীয় ধাপে ৫ জনের দেহে করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। তার মধ্যে কাপ্তাই থানাধীন ৯ পুলিশ সদস্য আক্রান্ত রয়েছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে করোনা বিষয়ক ফোকাল বিশেষ পার্সন ডাঃ মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন ১৬ জুন মঙ্গলবার চট্টগ্রামের সিভাসু থেকে বর্তমান ৫ জন সহ কাপ্তাই উপজেলায় মোট ২৭ জনের দেহে করোনা পজিটিভ রয়েছে।

অপর দিকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আরএমও ডা ওপর ফারুক – রনি জানান আক্রান্ত সবাইকে হাসপাতাল ও হোম আইসোলেশনে থাকা অবস্থায় চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত