মাহফুজ আলম, কাপ্তাই:
কাপ্তাই উপজেলায় ক্রমান্বয়ে বাড়ছে করোনা সংক্রমণ, নতুন করে ৩০ জুন ৪ পুলিশ ও কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ফার্মাসিস্ট স্বামীসহ মোট ৫ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে বলে রিপোর্টে জানা যায়।
একইভাবে ২৭ ও ২৮ জুন দুই দিনের রিপোর্টে – কাপ্তাই থানার ৭ পুলিশ সদস্য, কেপিএম সোনালী ব্যাংক শাখার দুই কর্মকর্তা ও বিএফআইডিসি এলাকার ১ জন সহ মোট ১০ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে কাপ্তাইয়ে সর্বমোট ৫৯ জন করোনা রোগী সনাক্ত হয়েছে,। সবমিলিয়ে কাপ্তাইয়ে কভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৯ জনে। কাপ্তাই হাসপাতাল কর্তৃপক্ষ ২৪ ও ২৬ জুন নমুনা সংগ্রহ করে চট্রগ্রামে পাঠালে ২৭,২৮ ও ৩০ জুন এ তিন দিনের পজিটিভ রিপোর্ট আসলে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং আরো জানান ৫৯ জন রোগীর মধ্যে কাপ্তাই ও চন্দ্রঘোনা থানা পুলিশ কর্মকর্তা ও কনেস্টেবল সহ করোনায় আক্রান্ত ২৬ জন।
এ বিষয়ে করোনা বিষয়ক ফোকাল বিশেষ পার্সন ডাঃ মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন ২৫, ২৭ ও ২৮ জুন চট্টগ্রাম সিভাসু থেকে সর্বশেষ ১৫ জন সহ কাপ্তাই উপজেলায় মোট ৫৯ জনের দেহে করোনা প্রজেটিভ পাওয়া গেছে।
অপর দিকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আরএমও ডা ওমর ফারুক রনি জানান আক্রান্ত সবাইকে হাসপাতাল ও হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে ২০ সুস্থ্য হয়ে ফিরেছেন কর্মস্থল ও বাড়িতে। তিনি আরো বলেন সম্প্রতি কাপ্তাইয়ে স্বাস্থ্য বিধি মেনে চলার অভাব দেখাদিয়েছে যার ফলে ক্রমান্বে রোগীর সংখ্যা বাড়ছে।