বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

কাপ্তাইয়ে এক চিকিৎসক সহ ১৪ জন করোনায় আক্রান্ত

আপডেট:

মাহফুজ আলম, কাপ্তাই:
করোনা ভাইরাস- কভিড১৯ নমুনা সংগ্রহের কায্যক্রমের গতি বেড়েগেছে, পাশাপাশি নমুনা পরীক্ষার পর রিপোর্টে কাপ্তাইয়ের এক চিকিৎসক সহ ১৪ জনের মাঝে করোনা ভাইরাস প্রজেটিভ পাওয়া গেছে।

এ ব্যাপারে কাপ্তাই উপজেলা প্রশাসন কাপ্তাই চন্দ্রঘোনা থানা সহ সংশ্লিষ্টরা আক্রান্ত সবার নিজ নিজ বাসায় হোম আইসিলেশনে থাকার পরামর্শ দেন এবং প্রয়োজনীয় সকল কিছুর সরবরাহের আস্বাস দেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের টিএইচও ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)ডাঃ ওমর ফারুক রনি এ প্রতিনিধিকে জানিয়েছেন ৩১ মে এর পরে কাপ্তাইয়ে ক্রমান্বয়ে নমুনা সংগ্রহ করা হচ্ছে সে অনুপাতে প্রজেটিভ রিপোর্টও পাওয়া যাচ্ছে।

গত মে মাস থেকে শুরু হয় নমুনা পরীক্ষা সংগ্রহ এর মধ্যে কাপ্তাইয়ের নৌ বাহিনী এলাকা,নতুন বাজার, রাইখালী, শিলছড়ি, বড়ই ছড়ি কলেজ এলাকা, হাসপাতাল এলাকা সহ পাঁচ ইউনিয়নের প্রায় ২৫৫ জন মানুষ কোভিড- ১৯ এর নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগের টেকনিশিয়ানরা। ৩১ মে সাধারণ ছুটির পর থেকে আজ পর্যন্ত এই ১৪ জন পজিটিভ রোগী শনাক্ত হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত