মাহফুজ আলম, কাপ্তাই:
কাপ্তাইতে দুই পুলিশ সহ নতুন করে আরও ৬ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে কাপ্তাই উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ জনে।
আজ ২ জুলাই বৃহস্পতিবার নতুন আক্রান্তের মধ্যে কাপ্তাই থানাধীন দুই পুলিশ সদস্য, মিশন হাসপাতাল এলাকায় স্বামী – স্ত্রী দুই জন, চন্দ্রঘোনা ইউনিয়নের বারঘোনিয়া এলাকায়- ১ ও কাপ্তাই উপজেলার বড়ই সদর এলাকায়-১ জন সহ মোট ৬ জনের দেহ
নতুন ভাবে রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি সিভিল সার্জন দপ্তরের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল। তিনি আরো বলেন কাপ্তাইয়ে এযাবৎ করোনা ভাইরাস আক্রান্ত হয়ছে ৭৪ জন। কাপ্তাই থানার ওসি সহ পুলিশ রয়েছেন ৩২ জন, স্বাস্থ্য কর্মী সহ অন্নন্যরা হলো ৪২ জন।
অপর দিকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আরএমও ডা ওমর ফারুক – রনি জানান আক্রান্ত সবাইকে হাসপাতাল ও হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।এর মধ্যে ২৭ জন সুস্থ্য হয়ে ফিরেছেন যার – যার কর্মস্থল ও বাড়িতে। তিনি আরো বলেন সম্প্রতি কাপ্তাইয়ে স্বাস্থ্য বিধি মেনে চলার অভাব দেখা দিয়েছে যার ফলে ক্রমান্বে রোগীর সংখ্যা বাড়ছে।