বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

কাপ্তাইয়ে আরও আট জনের দেহে করোনা প্রজেটিভ

আপডেট:

মাহফুজ আলম, কাপ্তাই:
কাপ্তাই উপজেলাতে নতুন করে আরো আট জনের দেহে করোনা ভাইরাস সংক্রামিত প্রজেটিভ রিপোর্ট পাওয়ার সংবাদ পাওয়া গেছে।

এ ব্যাপারে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক- রনি এ প্রতিনিধিকে জানিয়েছেন গেল ৯ জুন ১৬ জন রোগী থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় চট্টগ্রামে, তাদের মধ্য থেকে ১৩ জুন শনিবার কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রিপোর্ট আসে আট জনের মধ্যে করোনা প্রজেটিভ রয়েছে।

বিজ্ঞাপন

এদের মধ্যে রয়েছে বড়ই ছড়ি শৈলজা এলাকার বাসিন্দা – ১, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের – ১, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের – ১, রাইখালী পুর্ব কোদালা – ১, ও কাপ্তাই পুলিশ সদস্য। সর্ব ৮ জন।

এ নিয়ে মার্চ মাস থেকে ১৩ জুন পর্যন্ত কাপ্তাইয়ে ২২ জনের দেহে কভিড – ১৯ করোনা ভাইরাস প্রজেটিভ সনাক্ত হলো।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত