বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

কাপ্তাইয়ে অসত্য সংবাদ প্রকাশের জের, ১১ ঘন্টা পর লাশ দাফন

আপডেট:

সিনিয়র রিপোর্টার, কাপ্তাই:
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কাপ্তাই প্রজেক্ট এলাকার পিডিবি হাসপাতালের এক নারী কুকের মৃত্যুকে নিয়ে অসত্য সংবাদ প্রকাশের জেরে দীর্ঘ ১১ ঘন্টা পর লাশ দাফন হওয়ায় পিডিবি-র, শ্রমিক- শ্রমিক কর্মীচারীদের মাঝে অসন্তোষ দেখা দেয়।

স্হানীয় ও সংশ্লিষ্ট বিভাগের মতে নারী রোগীটি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হার্টে সমস্যা ও মৃত্যুর আগ-মুহূর্তে টাইফয়েড জ্বরে আক্রান্ত ছিলেন, এ অবস্থায় ১০ জুন বুধবার রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে পিডিবি হাসপাতালে মারাযান,
এ মৃত্যু কে তথাকথিত সাংবাদিক করোনা ভাইরাস রোগেই মৃত্যু বরন হয়েছে বলে অসত্য সংবাদ পাঠিয়ে – সংবাদ প্রচার করায় জনমনে আতংক ছড়িয়ে পড়লে ভিভ্রান্তের সৃষ্টি হয় ফলে ১০ জুনের মৃত দেহ ১১ জুন সকালে জানাজা শেষে কবর দিতে বিলম্বিত হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী এ প্রতিনিধি কে বলেন বর্তমান কভিড -১৯ মহামারী পরিস্থিতিতে ভুল ভিভ্রান্তি মুলক সংবাদ প্রচার করা হলে কাপ্তাইয়ে চিকিৎসা দিতে বিরুপ পরিস্থিতি সৃষ্টি হলে এ দায়ভার প্রচারিত ওই দুইটি সংস্থাকে নিতে হবে।

অপর দিকে কাপ্তাই পিডিবি হাসপাতালের ডাঃ আবু হায়াত নিশ্চিত করে বলেন ছেমনারা( ৫৫) নামের যে রোগীটি পিডিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ জুন বুধবার রাতে মারাযায়, তার ডায়াবেটিস, হার্টে সমস্যা জনিত কারণে মারা যান, তবে এর আগে টাইফয়েড জ্বর চিল।

বিজ্ঞাপন

তথাকথিত সাংবাদিক করোনা ভাইরাস রোগে রোগীর মৃত্যু সংবাদটি অসত্য এবং মিথ্যা বলে দাবী করেন, এছাড়া সংবাদ দেওয়ার আগে চিকিৎসকের মতামত বা সাক্ষাৎ নেওয়া প্রয়োজন ছিল।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত