টেকনাফ প্রতিনিধিঃ
হোয়াইক্যংয়ের কানজর পাড়া জেলে সমিতির উদ্যোগে শুক্রবার বিকেলে ক্ষুদ্র মৎস্য জীবি অফিস উদ্ভোধন করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার,উপজেলা জেলে সমিতির সভাপতি মো আব্দু ছালাম, হোয়াইক্যং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও হ্নীলা শাহ মজিদিয়ার সুপার জনাব নুর আহামদ আনোয়ারী, ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুল গফফার,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মঈনুল এ্হসান, এডভোকেট নুরুল হোসাইন ও সাস্থ্য সহকারী মুসলিম উদ্দিন কানজর পাড়া জেলে সমিতির সভাপতি মোহাম্মদ শাহা আলম, সাংগঠনিক সম্পাদক হাজী খলিল আহাম্মদ, সিনিয়র সভাপতি হাজী সোনা মিয়া,আবদুল গফুর সহ উপস্থিত ছিলেন অনেকে। এই সময় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ফিতা কেটে অফিস উদ্ভাবন করা হয়।