মোঃ ইউসুফ,
রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার অন্তরগত ৪নং কলমপতি ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নাইল্যাছড়ি ইদ্রিছিয়া তালীমুল কুরআন মাদ্রাসার হেফজ বিভাগ শুভ উদ্বোধন হয়।
আজ ১৮/০৭/২০২০ইং রোজ শনিবার উক্ত হেফজ বিভাগ উদ্বোধনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , চট্টগ্রাম পুলিশ লাইন্স জামে মসজিদের খতীব,উম্মাহাতুল মুমিনীন হিফজুল কোরআন বালিকা একাডেমীর সম্মানিত প্রিন্সিপাল, আলহাজ্ব হাফেজ মাওলানা মুনছুরুল হক জিহাদী সাহেব। এতে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার মোহতামিম মাওলানা মোঃ মুছা। অনুষ্ঠান পরিছালনা করেন, আলহজ্ব মোঃ মোস্তফা সওদাগর। শুভ উদ্বোধন ও দোয়া মাহফিলে উপস্হিত ছিলেন,
সাংবাদিক জনাব মোহাম্মদ মাহবুব আলম। ইসলামপুর মাখজানুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল, হযরত মাওলানা নুরুল আমিন,
উক্ত মাদ্রাসার প্রিন্সিপাল, মাওলানা মোহাম্মদ মুছা। মাদ্রাসার সহসভাপতি, অহিদুর রহমান, মাদ্রাসার শিক্ষক মাওলানা আলউদ্দীন। হাফেজ আরাফাত, মোহাম্মদ মোক্তাদের মাওলা এবং এলাকার মুসল্লী কেরাম ও এলাকার স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি হাফেজ মাওলানা মনছুরুল হক জিহাদি মাদ্রসায় নতুন হেফজখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এতে বিশেষ মোনাজাত করেন
উক্ত হেফজখান ও মাদ্রাসা মহান আল্লাহ তায়ালা জেন কেয়ামত পর্যন্ত জারি রাখেন আমীন।