রবিবার, আগস্ট ১৭, ২০২৫

কাউখালীতে সড়ক দূর্ঘটনায় রাঙ্গুনিয়ার যুবকের মৃত্যু

আপডেট:

নিজস্ব সংবাদদাতা,
চট্টগ্রাম-রাঙ্গামাটি কাউখালী সড়কে কার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মাওলানা মো. ত্বকি(২৫) নামে এক মোটরসাইকেল আরোহী মারা যান, রবিবার (১৬ আগস্ট) দুপুরে কাউখালী উপজেলার বেতবুনিয়া, ও রাঙ্গুনিয়ার সীমানায় সুকারমিল ব্রীজের উপর এ দূর্ঘটনা ঘটে। নিহত মাওলানা মো. ত্বকি রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ব্রহ্মত্তোর এলাকার মাওলানা ওলি উল্লাহ’র পুত্র। দুর্ঘটনার পর পুলিশ কারটি জব্দ করেছে।

জানা যায়, মাওলানা মো. ত্বকিরের রাউজান উপজেলার গহিরা বাজারে জুতার দোকান আছে। সেখান থেকে মোটরসাইকেল যোগে তিনি রাঙ্গুনিয়ায় নিজ বাড়ি আসার উদ্দেশ্যে রওয়া দেন। পতিমধ্যে বেতবুনিয়ার সুগারমিল পৌছালে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় সড়কের উপর ছিটকে পড়ে মস্তিষ্কে আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তিনি মারা যান।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত