আব্দুল ওয়াহাব, লোহাগাড়া প্রতিনিধিঃ
মরণব্যাধি করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে দেশের শ্রমজীবী ও অসহায় মানুষেরা গৃহবন্দী ও কর্মহীন হয়ে পড়েছে। দেশের এমন দুর্যোগকালে সাধারণ মানুষের কথা ভেবে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সামাজিক সংগঠন সিকদার ফাউন্ডেশন এর উদ্দ্যেগে ও ফাউন্ডেশনের বৈদেশিক ত্রাণ বিষয়ক সম্পাদক সালামত উল্লাহ সিকদারের সার্বিক সহযোগিতায় লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নে প্রায় শতাধিক অসহায় পরিবারের মাঝে ২য় ধাপে চাউল, তেল, চিনি, পেঁয়াজ, আলু, ডাল সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
২৪ এপ্রিল শুক্রবার বিকালে খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও কলাউজান ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ উল্লাহ সিকদার, ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক সাত্তার সিকদার, ফাউন্ডেশনের উপদেষ্টা শফিক আহমদ সিকদার, নিসচা লোহাগাড়া উপজেলা শাখার আহবায়ক মোজাহিদ হোছাইন সাগর, সাংবাদিক জমির উদ্দীন, সাংবাদিক এম.এইচ.রাব্বী, ফাউন্ডেশনের কার্যকরি পরিষদ সদস্য মমতাজ সিকদার, বাদশা সিকদার, সাইফুল সিকদার, দিদার সিকদার, ওসমান সিকদার, সৈয়দ আহমদ প্রমুখ।
ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক সাত্তার সিকদার জানান ২য় ধাপে শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে এ সংখ্যা আরো বাড়ানো হবে। করোনার পরিস্থিতি পরিবর্তিত না পর্যন্ত সামর্থ্যানুযায়ী আমরা এই কর্মসূচি চালিয়ে যাবো। তিনি আরো বলেন সিকদার ফাউন্ডেশনের সকল সদস্যরা যে কোনো দুর্যোগে সবসময় এলাকার মানুষের পাশে থাকবে।