ইমতিয়াজ মাহমুদ ইমন,
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্থ, অসহায়, কর্মহীন ২৫০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করলেন কক্সবাজার জেলার সনামধন্য শিক্ষা প্রতিষ্টান ইদগাহ আদর্শ শিক্ষা নিকেতন ২০০৭ ব্যাচের শিক্ষার্থীরা।
আজ ১৮-০৫-২০ ইংরেজি তারিখে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ঈদ উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানের সূচনা করেন উক্ত বিদ্যালয়ের ০৭ ব্যাচের শিক্ষার্থীরা। সমাজ সেবামূলক প্রোগ্রামটির আয়োজক কমিটি জানান, দেশ জাতির এই ক্রান্তিলগ্নে সমাজের কর্মহীন, অসহায় পরিবার গুলোর কথা চিন্তা করে আমরা সিদ্ধান্ত নি তাদের জন্য কিছু করার।
তার ধারাবাহিকতায় আমরা বৃহত্তর ঈদগাহর অসহায় দরিদ্র পরিবার গুলো চিহ্নিত করে তাদের মুখে একটু হলে ও হাঁসি ফোটানোর লক্ষ নিয়ে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন এর ০৭ ব্যাচ আজ এ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।
আয়োজক কমিটি আরো জানান তাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী দের মধ্যে যারা অতিব কষ্টে আছে তাদের মাঝে ও উপহার সামগ্রী বিতরন করা হয়। তারা আরো জানান তাদের ব্যাচ ০৭ এর উদ্যোগে প্রথম সমাজ সেবামূলক কার্যক্রম হিসাবে আজকের প্রোগ্রাম সম্পন্ন করা হয়। ভবিষৎ এ তাদের সেবা মূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজক কমিটি।