সোমবার, আগস্ট ১৮, ২০২৫

কর্মহীন, গাড়ী চালক ও প্রতিবন্ধী ২৫০ পরিবারকে ত্রাণ দিলেন আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন

আপডেট:

মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
আনোয়ারা উপজেলার করোনা ভাইরাসে কর্মহীন হওয়া নিম্ন ও মধ্যবিত্ত আয়ের ৫ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।

বিগত সপ্তাহ থেকে আজ পর্যন্ত আনোয়ারার প্রায় কয়েকটি ইউনিয়নে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রায় মাদরাসার শিক্ষক,ইমাম,মুয়াজ্জিন সহ খেটে খাওয়া মানুষগুলো কেউ বাদ যাইনি বলে জানা যায়।

বিজ্ঞাপন

এর ধারাবাহিকতায় সোমবার (২০ এপ্রিল) সকালে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রতিবন্ধী ও সিএনজি চালক সহ ২৫০ জনের মাঝে খাদ্য সামগ্রী দেওয়া হয়।উক্ত ত্রাণগুলো উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি তানভীর আহমেদ চৌধুরী, ফাউন্ডেশনের মহাসচিব হাসান মাহমুদ ফয়সাল, সিনিয়র সদস্য মোহাম্মদ আবরার সালেহ ও ফিল্ড কর্মকর্তা ফরহাদুল আলম প্রমুখ।

বিজ্ঞাপন

আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মওলানা সোহেল সালেহ জানান, উপজেলার বিভিন্ন শ্রেণী অসহায় কর্মহীন মানুষের মাঝে করোনা শুরুর সময় থেকে আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। করোনাকালীন সময় পর্যন্ত এ সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত