সংবাদ বিজ্ঞপ্তি,
পবিত্র মাহে রমজান কে সামনে রেখে বিশ্ব ব্যাপি মহামারী করোনা ভাইরাস এর সংকট ময় পরিস্থিতিতে সাধারণ জনগণের দুর্ভোগ লাগবের লক্ষ্যে কর্ণফুলীতে হাজারো পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৪ এপ্রিল দুপুরে সী রিসোর্স লিমিটেড এর চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী এর সহযোগিতায় চরপাথরঘাটা ইছানগর ৯ নং ওয়ার্ড এর জনপ্রতিনিধি আব্দুর রাজ্জাক মেম্বার এর তত্ত্বাবধানে ইছানগর ৮ ও ৯ নং ওয়ার্ডে ১০৫০ টি পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।
ত্রান সামগ্রী বিতরণ কালে ছিলেন সী রিসোর্স লিঃ এর পক্ষে উপস্থিত ছিলেন আনোয়ারুল হক (নিবাহী পরিচালক ও ব্যাবসায়ীক প্রধান)
জনাব মনোয়ার পারভেজ(সহকারী মহা ব্যবস্থাপক,অপারেশন) এড.খোকন চন্দ্র দে (এডভোকেট ও সহ-ব্যবস্থাপক,হিসাব)
জনাব আবুল বশর(সহকারী ব্যবস্থাপক, সেন্ট্রাল ষ্টোর)
সেই সাথে আরো উপস্থিত ছিলেন ইছানগর ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আলী হায়দার, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, চরপাথরঘাটা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান হায়দার,ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম, নুরনবী সহ এলাকার সামাজিক ব্যাক্তি ও সী রিসোর্স লিঃ এর কর্মকর্তা বৃন্দ।
সী রিসোর্স লিঃ এর চেয়ারম্যান জানান, এই করোনা ভাইরাস এর কারনে যদি লক ডাউন চলমান থাকে তাহলে আসন্ন রমজান মাসে তিনি আবারও অত্র এলাকার মানুষের জন্য সহযোগীতার হাত বাড়িয়ে দিবেন। স্থানীয় সাধারণ জনগন এই রোজা শুরুর আগ মুহুর্তে চাল,ডাল,তেল,চিনি,দুধ,সাবান এই সব নিত্যপ্রয়োজনীয় জিনিস ত্রান হিসেবে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।