মোহাম্মদ রাকিবুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম:
চট্টগ্রামের কর্ণফুলীতে পোশাক কারখানায় চাকরি দেওয়ার কথা বলে এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ জানায়, পূর্বপরিচিত ওই তরুণীকে চাকরি দেওয়ার কথা বলে গত শনিবার সকালে মো. এনাম (২৫) ও শহীদুল ইসলাম (৩২) একটি বাসায় নিয়ে যান এবং রাতে দুজন তাঁকে ধর্ষণ করেন।
পরে ওই তরুণী সেখান থেকে বের হয়ে তাঁর বাবাকে জানান এবং রোববার কর্ণফুলী থানায় অভিযোগ করেন। কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।