বোয়ালখালী প্রতিনিধিঃ
করোনা ভাইরাস প্রতিরোধে সাধারন মানুষের পাশে দাঁড়িয়েছেন বোয়ালখালী সামাজিক সংগঠন মহামায়া সংস্থা। নিজের উদ্যোগে বিনামুল্যে হ্যান্ড সেনিটাইজার, হ্যান্ড ওয়াস, মাস্ক ও লিপলেট বিতরন করা হয়েছে।
সোমবার (২৩মার্চ) বিকেলে উপজেলার শাকপুরায় প্রায় ২০০ জনকে এ সামগ্রী বিতরন করেন।
সংগঠনের সভাপতি চন্দন চৌধুরী বলেন,‘সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বিশেষ করে নিম্ন আয়ের লোকদের মাঝে সচেতনতার সৃষ্টি করা।
এছাড়াও আমাদের সাধ্যমতো করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম শুরু করেছি। জনগণের পক্ষ থেকে একটু সহায়তা পেলে কাজের গতি বাড়ানো সম্ভব হবে। সংগঠনের মূল উদ্দেশ্য সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি ভাইরাস প্রতিরোধে কার্যকরী ব্যবস্থাও যাতে নিতে পারে, সে ব্যাপারেও সহায়তা করা।’
এসময় উপস্থিত ছিলেন, মহামায়া সংগঠনের উজ্জল চৌধুরী, সম্পাদক নন্দন চৌধুরী, জিযু চৌধুরী, অর্থসম্পাদক অধীর দাশ, ইমন কল্যান চৌধুরী, দিপেন চক্রবর্তী, টুন্টু শর্মা,নয়ন খাস্তগীর,জুয়েল বিশ্বাস, উজ্জল বিশ্বাস, টিটু বিশ্বাস,উৎপল চৌধুরী, সজল চৌধুরী, সাজু চৌধুরী, খোকন বিশ্বাস,মিটু বিশ্বাস,রনি চৌধুরী, অনিক চক্রবর্তী, ইউপি সদস্য সুমন আচায্য, সমর শর্মা,সুমন চক্রবর্তী,