ইলিয়াছ সুমন, সন্দীপঃ
সন্দ্বীপে বৈশ্বিক মহামারী করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া দিন মজুর দুঃস্থ ও অসহায় শ্রমজীবী মানুষের জন্য খাদ্য সামগ্রী সহায়তায় এগিয়ে এসেছেন সন্দ্বীপ থেকে নির্বাচিত সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা।
গত ২ দিন আগে থেকে ওনার ব্যক্তিগত উদ্যোগে সারা সন্দ্বীপে মোট ২৮৮০ পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কে.জি চাল, ডাল,আলু সহ বিভিন্ন সামগ্রী বিতরন করার জন্য ইউনিয়নের চেয়ারম্যান ও স্হানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দদের সমন্বয়ে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মাধ্যমে প্রতি ওয়ার্ডে ২০ জনের তালিকা নির্নয়ের পর আজ সারিকাইত ও মাইটভাঙ্গা ইউনিয়নে বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন হলো এমপি মিতার টেলিকনফারেন্সে বক্তব্যের মধ্য দিয়ে।
সকাল ১১ টায় সারিকাইত ইউনিয়ন পরিষদে এই খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদর্শী সম্বৌধি চাকমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলুল করিম, সারিকাইত ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির, সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আলাউদ্দীন বেদন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বেলাল, দপ্তর সম্পাদক আবু তাহের, সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ছিদ্দিকুর রহমান,সন্দ্বীপ ছাত্রলীগ সভাপতি মাহফুজুর রহমান সুমন, সারিকাইত ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আসিফ মেম্বার,সাধারন সম্পাদক আকতার হোসেন শিবলি, হারামিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমপি মিতার একান্ত সহকারী মোঃ জসিম উদ্দিন সহ সারিকাইত ইউপির সদস্যরা।