মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
করোনাভাইরাসে (কোভিড-১৯) যখন দেশের স্বাস্থ্য ব্যবস্থার বিপর্যস্ত; তখনই স্বাস্থ্য সেবা বিভাগের সচিব পদে দায়িত্বে আসেন ডাকসাইটের আমলক আব্দুল মান্নান। আর দায়িত্বে আসতে না আসতেই করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাস্থ্য সচিবের সহধর্মিণী কামরুন্নাহার।
শনিবার (১৩ জুন) রাত ১২টা ৫মিনিটের সময় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কামরুন্নাহার দুই পুত্র ও এক কন্যাসন্তানের জননী ছিলেন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনাভাইরাস আক্রান্ত স্বাস্থ্য সচিবের সহধর্মিণী গত বুধবার (১০ জুন) সিএমএইচে ভর্তি হন।
আব্দুল মান্নান দীর্ঘ দিন চট্টগ্রামের জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের দায়িত্বে ছিলেন।