সোলাইমান কাশেমীঃ
নগরীর ৬নং ওয়ার্ডের শ্রমজীবী, কর্মহীন, দুস্থ-অসহায়, দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসার জন্য নগরীর ধনাঢ্য ব্যক্তিদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম।
চসিক ৬নং ওয়ার্ডের কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম এর ব্যক্তিগত উদ্যোগে ৩০০০ ( তিন হাজার) অসহায় পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের সময় তাঁর সাথে ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম, আমির উদ্দিন, বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম সোলাইমান, তাজুল ইসলাম, কুতুব উদ্দিন ও দেলোয়ার হোসেন বাচাসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
মো. শামসুল আলম বলেন, উন্নত দেশগুলোতে দ্রুত করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এ ভাইরাস প্রতিরোধে অধিকাংশ দেশ হিমশিম খাচ্ছে। সেক্ষেত্রে গরিব দেশ বাংলাদেশ। সঙ্গত কারণে করোনাভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়লে তা ভয়াবহ রূপ নিতে পারে। তাই এই ভাইরাস ছড়ানোর আগেই সচেতনতা বৃদ্ধি করা খুবই প্রয়োজন। এরই মধ্যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস প্রতিরোধে জাতির উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রীর সময়োপযোগী বক্তব্যে জনগণ আন্তরিকভাবে সচেতন হয়েছেন।
চসিক ৬নং ওয়ার্ডের কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম বলেন, করোনা ভাইরাসে গৃহবন্দী অসহায়দের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। তিনি ৬নং ওয়ার্ডকে একটি আলোকিত ও নান্দনিক ওয়ার্ড হিসেবে গড়তে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। সেই ওয়ার্ডবাসী সবাইকে ঘরে থাকতে ও সরকারি নির্দেশনা মেনে চলতে বিশেষভাবে অনুরোধ করেন।