নিজস্ব প্রতিবেদকঃ
করোনাভাইরাস সংক্রমণ রোধে চট্টগ্রাম নগরীতে এবার নিজে থেকে কয়েকটি রেস্টুরেন্ট বন্ধ ঘোষণা করলো মালিকপক্ষ। চকবাজার গোলজার মোড়ের ফঁয়জুন রেস্তোরা শুক্রবার সকাল থেকে বন্ধ করে দেয়া হয়েছে।
ফঁয়জুন’র ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমান জানান, রেস্তোরাঁর স্টাফ কর্মচারী ও কাস্টমারদের করোনা ঝুঁকির কথা বিবেচনা করে রেস্তোরাঁ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। কর্মচারীদের বেতন পরিশোধ করে আপাতত নিজেদের ঝুঁকিমুক্ত রাখার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি কাস্টমারদের কথাও ভাবতে হচ্ছে। যেহেতু প্রতিদিন অসংখ্য মানুষ বিভিন্ন এলাকা থেকে রেস্টুরেন্টে আসেন।
তিনি বলেন, দূর্যোগ মোকাবেলা করতে ব্যবসার সাময়িক ক্ষতি হলেও সেটা মেনে নিয়ে আমাদের সচেতন হতে হবে।
এদিকে, শুক্রবার (২০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বারকোড, বীরচট্টলা, বারগুইচ ও মেজ্জান রেস্টুরেন্টের স্বত্ত্বাধিকারী মনজুরুল হক রেস্টুরেন্টগুলো বন্ধের ঘোষণা দেন। পাশাপাশি তিনি অন্যান্য রেন্টুরেন্টের মালিকদেরও রেস্টুরেন্ট বন্ধের আহবান জানান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মনজুরুল হক লিখেছেন, ‘আমাদের গ্রুপের সব রেস্টুরেন্ট আজকে থেকে বন্ধ থাকবে। আমার মনে হয় সব রেস্টুরেন্ট মালিকদের উচিৎ অবশ্যই অবশ্যই রেস্টুরেন্ট বন্ধ ঘোষণা করা। সব রেস্টুরেন্ট মালিককে রিকুয়েস্ট করছি একটুও সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব রেস্টুরেন্ট বন্ধ করে দিন। আমরা রেস্টুরেন্ট খোলা রাখা মানে অন্যদেরকে বাসা থেকে বের হতে উৎসাহিত করা।