চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৭৫৫ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৫৩ জন; নতুন শনাক্তদের মধ্যে ১৩৪ জন নগরের ও ১৯ জন উপজেলার বাসিন্দা।
আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৯ হাজার ৬৩ জনের মধ্যে ২২ হাজার ৩৬২ জন নগরের ও ৬ হাজার ৭০১ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৪৭ জন; এর মধ্যে ২৫০ জন নগরের ও ৯৭ জন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮৬ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৬৭৪ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজে ৫৪২ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের ও সিভাসুতে ৭৫ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ২ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।
ইমপেরিয়াল হাসপাতালে ২৭৬ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের ও শেভরণে ৫৬ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা পাওয়া গেছে।
আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৩১ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা ধরা পড়েছে।
জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১৩ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।