চট্টগ্রাম ট্রিবিউন ডেস্কঃ
সৌদি আরব থেকে আসা বয়স্ক দম্পতিকে কভিড-১৯ আক্রান্ত সন্দেহে হাসপাতালে পাঠিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে তাদের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ওই দম্পতির ছেলে চীনে থাকেন। সম্প্রতি তিনি সৌদি আরবে অবস্থানরত বাবা-মায়ের কাছে যান। পরে তাদের সৌদি আরব থেকে বাংলাদেশে নিয়ে আসেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শারীরিক পরীক্ষার সময় বৃদ্ধ দম্পতির শ্বাসকষ্ট ধরা পড়ে। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়। তবে দম্পতির চীন-ফেরত ছেলের শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এর আগে সোমবার কভিড আক্রান্ত সন্দেহে ইতালি থেকে আসা দুইজন ও সিঙ্গাপুর থেকে আসা একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। দেশে সোমবার পর্যন্ত ৪৮ জনকে ভাইরাসে আক্রান্ত সন্দেহে কোয়ারান্টাইনে রাখা হয়েছে।
দেশের নৌ, বিমান ও স্থলবন্দরে এখন পর্যন্ত ৫ লাখের বেশি স্ক্রিনিং পরীক্ষা হয়েছে। প্রতিদিন বিদেশ থেকে দেশে ফিরছে ১৫ হাজার যাত্রী।