কক্সবাজার প্রতিনিধি,
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন খন্দকার’কে বরিশাল জেলা পুলিশে বদলী করা হয়েছে। গত শুক্রবার ১১ অক্টোবর তদন্ত ওসি মোহাম্মদ খায়রুজ্জামান কে সে দায়িত্ব হস্তান্তর করেছেন।
বিষয়টি থানা সুত্রে জানা গেছে। সদর থানায় নতুন ওসি না আসা পর্যন্ত ওসি (তদন্ত) মোহাম্মদ খায়রুজ্জামান ভারপ্রাপ্ত ওসি’র দায়িত্ব পালন করবেন বলে একটি সূত্র নিশ্চিত করেছেন। বিদায়ী ওসি ফরিদ উদ্দিন খন্দকার ২০১৮ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার সদর মডেল থানায় যোগদান করেন। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। সে সাহসিকতার জন্য চলতি বছর ফেব্রুয়ারিতে পুলিশ বাহিনীর সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পিপিএম (প্রেসিডেন্ট পুলিশ মেডেল) পদক পেয়েছেন ।