বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫

পরীক্ষার্থীদের মাঝে কক্সবাজার শহর ছাত্রলীগের শিক্ষা সামগ্রী ও খাবার পানি বিতরণ!

আপডেট:

নিজস্ব সংবাদদাতা,
এস.এস.সি পরীক্ষার প্রথম দিনেই পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার রুটিন, খাবার পানির বোতল,কলম, ফাইল,স্কেল বিতরণ করেছে কক্সবাজার শহর ছাত্রলীগ ।

কক্সবাজার শহর ছাত্রলীগের সভাপতি হাসান তারেকের নেতৃত্বে পরীক্ষার্থীদের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় শহর শহর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক বলেন, শুরুতেই শহর ছাত্রলীগের উদ্যেগে পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার মূল্যবান সামগ্রী বিতরণ করেছি। এসব ভালো কাজের মাধ্যমেই শহর ছাত্রলীগকে সুসংগঠিত করতে চাই এবং এগিয়ে নিয়ে যেতে চাই।

বিজ্ঞাপন

এসব সামগ্রী পেয়ে পরীক্ষার্থীরা শহর ছাত্রলীগের নেতৃবৃন্দদেরকে ধন্যবাদও জানিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন শহর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক, পলিটেকনিক স্কুলের সভাপতি সোহাগ, ৬নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক নওশাদুল ইসলাম,আকাশ বড়ুয়া, মোঃ শাকিল, রবিউল হাসান এনায়েত করিম সিহা, সাঈদ, মোহাম্মদ তানিম, রিফাত সবুজ, তানিম চৌধুরী, রবিনসহ অসংখ্য ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত