নিজস্ব প্রতিবেদকঃ
সদরের পিএমখালী ইউনিয়নের চেরাংঘর বাজারে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় মো. গিয়াস উদ্দিন (৪৫ ) নামে এক ব্যক্তি নিহত এবং টলি গাড়ির (ভ্যান) ড্রাইভার মোঃ আক্তার আহত হয়েছে জানা গেছে।
রবিবার (২৪ নভেম্বর) বিকেল চারটার দিকে স্থানীয় চেরাংঘর বাজারের উত্তর পাশে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গিয়াসউদ্দিন উত্তর পরানিয়া পাড়ার মো: ইসলাম এর ছেলে। একই ঘটনায় আহত হওয়া টলি (ভ্যান) গাড়ির মালিক মোঃ আক্তার একই এলাকার মোঃ কালু’র পুত্র বলে জানা গেছে ।
এ ঘটনায় ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সিমেন্ট বোঝাই একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে আহত হলেও হাসপাতাল নেওয়ার পথে গিয়াস উদ্দিনের মৃত্যু হয়। তার মাথা ও হাত থেঁতলে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।