সোমবার, আগস্ট ১৮, ২০২৫

কক্সবাজার তুলা বাগানে প্রাইভেট কার থেকে ২৯ হাজার ২০০ ইয়াবা উদ্ধার, কারসহ আটক ২

আপডেট:

কক্সবাজার প্রতিনিধি,
কক্সবাজার টেকনাফ মহাসড়কের তুলাবাগানে প্রাইভেট কার থেকে ২৯ হাজার ২শ পিস ইয়াবা সহ ২ জনকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার ১১ অক্টোবর দুপুরে রামু তুলাবাগান এলাকায় রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মোঃ আবু আব্দুল্লাহর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রামু ক্রসিং হাইওয়ে থানাধীন তুলাবাগান এলাকায় ওই প্রাইভেট কারে তাল্লাশী চালিয়ে সুকৌশলে রাখা অবস্থায় সাউন্ড বক্সের ভিতর থেকে ২৯ হাজার ২০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই সময় আখলাকুল ইসলাম (২৩) ও মোঃ নুরনবী (২৫)কে প্রাইভেটকারসহ আটক করা হয়।

আটককৃতদেরকে রামু থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে রামু থানার ওসি আবুল খায়ের বলেন আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত