সোমবার, আগস্ট ১৮, ২০২৫

কক্সবাজার জজকোর্টের বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন আসছে ২ নভেম্বর শনিবার

আপডেট:

এম এ সাত্তার, কক্সবাজার:
আসছে ২ নভেম্বর শনিবার কক্সবাজার জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসীর বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন জেলা জজ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। দিনব্যাপী অনুষ্ঠিতব্য বার্ষিক এ সম্মেলনকে দু’টি পর্বে বিভক্ত করা হয়েছে। এ দিন সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর সোয়া ১২ টা পর্যন্ত প্রথম পর্ব এবং বেলা ২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দ্বিতীয় পর্বের অনুষ্ঠান চলবে। দুই পর্বেই কক্সবাজারের জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজ সভাপতিত্ব করবেন।

বিষয়টি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত সূত্রে জানা যায়।গুরুত্বপূর্ণ বিচার বিভাগীয় এ সম্মেলন সফল করার লক্ষ্যে কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ-১ ছৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীনকে আহবায়ক, সিনিয়র সহকারী জজ আলাউল আকবর’কে সদস্য সচিব ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ দেলোয়ার হোসেনকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি করা হয়েছে। সম্মেলনের প্রথম পর্বের শুরুতে সার্বিক বিষয়াদি নিয়ে জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজ এর দিকনির্দেশনামূলক স্বাগত বক্তব্য প্রদান ও বার্ষিক প্রতিবেদন উপস্থাপন। এরপর “দেওয়ানী ও ফৌজদারী মামলার বিচার নিষ্পত্তিতে উদ্ধৃত সমস্যা ও বিলম্বের কারণ সমুহ চিহ্নিতকরণ এবং উল্লেখিত সমস্যা হতে উত্তরণের উপায় সম্পর্কে আমন্ত্রিত অতিথি সহ সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দের উমুক্ত আলোচনা ও সুপারিশমালা প্রণয়ন।দ্বিতীয় পর্বে: আদালতের বিচারকগণ নিজ নিজ বিচারালয়ের সমস্যা নিয়ে বক্তব্য প্রদান করবেন। এরপর উপস্থাপিত বার্ষিক বিচারিক প্রতিবেদন সহ দেওয়ানী ও ফৌজদারী আদালতের কার্যক্রম পরিচালনায় বিভিন্ন সমস্যা সমুহ চিহ্নিতকরণ ও তার সমাধানের লক্ষ্যে উম্মুক্ত আলোচনা করা হবে। সম্মেলনের শেষে সভাপতি, জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজের সমাপনী ও সিদ্ধান্তমূলক বক্তব্যের মাধ্যমে বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলনের সমাপ্তি ঘোষনা করবেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত