কক্সবাজার প্রতিনিধি,
কক্সবাজার উখিয়া উপজেলার পূর্ব রত্নাপালং বড়ুয়া পাড়া গ্রামে একই বাড়িতে ৪ জনকে হত্যার ঘটনায় নিহত মিলা বড়ুয়ার পিতা শশাংক বড়ুয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে ফৌজদারি দন্ড বিধি: ৩০২ ও ৩৪ ধারা মতে থানায় মামলা করা হয়েছে। মামলা নম্বর ও তারিখ ৪৭/২০১৯, ২৬/৯/২০১৯।
বিষয়টি উখিয়া থানা সুত্রে জানা গেছে। কুয়েত প্রবাসী রোকন বড়ুয়া গত শুক্রবার ২৭ সেপ্টেম্বর সকালে বিমানযোগে কক্সবাজার পৌঁছে জেলা সদর হাসপাতালে ৪ জনের লাশ মর্গে দেখতে গিয়ে আপন জনদের রক্তাক্ত নিথরদেহ দেখে নির্বাক হয়ে যান।
মৃতদেহ ৪ টির শুক্রবার ২৭ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২ টার দিকে ময়নাতদন্ত শেষ করে বেলা আড়াইটার দিকে পূর্ব রত্না পালং বড়ুয়াপাড়ায় রোকন বড়ুয়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়। এসময় লাশগুলি রোকন বড়ুয়ার বাড়ীতে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এলাকার হাজার হাজার মানুষের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠে। বৌদ্ধ ধর্মীয় আচার অনুষ্ঠান মহাঅনিত্য সভা শেষে মধ্যরত্নাপালং খোন্দকার পাড়া বৌদ্ধ শ্মশানে ৪ জনকে দাহ করে সমাহিত করা হয়।