কক্সবাজার সংবাদদাতা;
রিপোর্টাস ইউনিটি উখিয়ার সভাপতি ও দৈনিক আজকের কক্সবাজার বার্তার উখিয়া প্রতিনিধি সাংবাদিক শরীফ আজাদকে মারধরের ঘটনায় উখিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ দুই জনকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে উখিয়ার কোট বাজার এলাকায় লাইসেন্সবিহীন অবৈধ ডাম্পার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবেদন তৈরি করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক শরীফ আজাদ। তাকে আহত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর থেকে সে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, লাইসেন্সবিহীন অবৈধ ডাম্পার সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত বৃহস্পতিবার রাতে উখিয়ার কোট বাজার এলাকায় হামলার শিকার হন শরীফ আজাদ। জাহাঙ্গীর ও তার শ্যালক জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আমিন রুবেলের নেতৃত্বে ১০ থেকে ১২ জন চিহ্নিত সন্ত্রাসী এ হামলার ঘটনায় জড়িত রয়েছে। এ সময় সন্ত্রাসীরা শরিফ আজাদকে মারধর করে ক্যামরা, ল্যাপটপ, মোবাইল ছিনিয়ে নেয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ সঞ্জুর মোর্শেদ জানান, শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে শরীফ আজাদের বড় ভাই জসিম আজাদ বাদী হয়ে দুইজনের নাম ঠিকানা উল্লেখ পূর্বক কয়েকজনকে অজ্ঞাতনামা দেখিয়ে থানায় মামলা করেন। এ মামলায় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ দুই জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।